স্টাফ রিপোর্টোর
নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম থেকে ১২ ফুট উচ্চতা এবং ৩ কেজি ওজন বিশিষ্ট একটি গাঁজার গাছ (ক্যানাবিস) সহ আল আমিন (২৬) নামে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনার মূলহোতা আল আমিন এর পিতা ইয়াকুব আলী ভূট্রু (৪২) পলাতক রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রামে সোমবার রাতে অভিযান চালিয়ে ভুট্টুর বসত বাড়ীর আঙ্গিনায় রোপন করা গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার সিংড়া থানায় পিতা ও ছেলের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।
ওসি আবুল কালাম জানান, মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে বাবা ও ছেলে গাঁজার গাছ রোপন করে পরিচর্যা করছে এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি জানতে পেরে বাবা ইয়াকুব আলী ভুট্রু পালিয়ে গেলেও ছেলে আল আমিনকে আটক করা হয়।
ঢাকায় অবরোধ কর্মসুচী সফল করতে নাটোর চিনিকলে শ্রমিক সভা