স্টাফ রিপোর্টার
নাটোরের সিংড়ায় খাদ্যের নিরাপদতা বিষয়ক স্কুল ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় শেরকোল সমজান আলী উচ্চ বিদ্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার পুর্বে খাদ্য নিরাপদতা স্কুল ভিত্তিক শিক্ষা বিকাশে সহায়ক পক্ষে ও বিপক্ষে বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্ক শেষে শেরকোল সমজান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন শেরকোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হযরত আলী, নাটোর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মাদ আলী জিন্নাহ, বেসরকারী সংস্থা নিডার নির্বাহী পরিচালক জাহানারা বিউটি , সচেতন কর্ম সহায়ক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আফরোজা বেগম। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থিাপন করেন শিসউকের পরিচালক জিল্লুর রহমান। কর্মশালা ও বিতর্ক অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম (শিশউক)।