স্টাফ রিপোর্টাার
সাব রেজিস্টারকে হেনস্থা এবং হয়রানির প্রতিবাদেনাটোরে মানববন্ধন নাটোর প্রতিনিধি নাটোরে লালপুরে সাবরেজিস্টার মাসুদ রানাকে হেনস্থাএবং হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলার দলিললেখক, নকলবিস এবং সাধারণজনগণ। আজ১২ সেপ্টেম্বর দুপুর বারোটার দিকেজেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনকরেন তারা। মানববন্ধনেবক্তারা বলেন, দুর্নীতির দায়েসাময়িক বরখাস্তকৃত মোহরার রিপন ওতার অনুসারীরা গত ৮ সেপ্টেম্বরকতগুলো শিশু ছাত্রদের লেলিয়েদিয়ে একজন সৎ, নীতিবানসাব-রেজিস্ট্রারকে হেনস্তা ও সরকারি অফিসেরকার্যক্রম বন্ধ করে জনদূর্ভোগতৈরী করে। এতেজমি রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যায়এবং জনগণ দুর্ভোগ তৈরিহয়। সেইসাথে সৎ এবং কর্তব্যনিষ্ঠ সাব রেজিস্টার মাসুদরানা হয়রানির শিকার হন।আমরা রিপন সহ এইসকল ষড়যন্ত্রে জড়িত সকলের বিচারদাবি করছি। সেইসাথে সাব রেজিস্টার অফিসেকার্যক্রম স্বাভাবিক রাখার দাবি জানাচ্ছি। এই মোহরার রিপনের দুর্নীতি এবং আধিপত্যের সূত্র ধরেই জেলা রেজিস্ট্রার একটি তদন্ত কমিটি গঠন করেন তদন্ত শেষেদোষী প্রমাণিত হওয়ায় রিপন বরখাস্ত হন।