সাবেক ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে নাটোরে মশাল মিছিল,সমাবেশ#সংবাদ শৈলীসাবেক ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে নাটোরে মশাল মিছিল,সমাবেশ#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক  ভিপি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে এবং জাতীয়পার্টিকে নিষিদ্ধের দাবীতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ৷ শনিবার রাতে কানাইখালী প্রেসক্লাবের সামনে থেকে যুব গন ছাত্র শ্রমিক অধিকার পরিষদের আয়োজনে মশাল মিছিল বের করা হয়।মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ডে এসে শেষ হয়।পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন গন অধিকার পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি বুলবুল আহম্মেদ,সাধারণ সম্পাদক সোহাগ ইসলাম,যুবশক্তি নেতা ইফতেকার শাওন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিশির মাহমুদ প্রমুখ। এসময় বক্তারা বলেন ডাকসুর সাবেক ভিপি ও গন অধিকার এর সভাপতির উপর গতকাল যে ন্যাকারজনক হামলা হয়েছে তার প্রতিবাদ এবং জাতীয়পার্টিকে নিষিদ্ধের জোর দাবী জানাচ্ছি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *