স্টাফ রিপোর্টার
নাটোর জেলা ওয়ার্কাস পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য এবং জেলা যুব ও ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি মিজাানুর রহমাান মিমজান আর নেই। (ইন্না-লিল্লাহ.. রাজেউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।আজ সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
মরহুমের জানাযার নামাজ আগামীকাল সাড়ে ৮ টায় নাটোর শহরের রেলগেটস্থ বাফার গোডাউন ঈদগাহ মাঠে অনুষ্টিত হবে। অপরদিকে মিজানুর রহমান মিজানের মৃত্যুর সংবাদ পেয়ে সংসদ সদস্য শফিকুল িইসলাম শিশুল ,ইউনিাইটেড প্রেস ক্লাব সভাপতি রেজাউল করিম রেজা , ওয়ার্কাস পার্টির নেততা এড, লোকমান হোসেন বাদল নাটোর রসুগার মিলের সাবেক ও বর্তমান সিবিএ নেতৃবৃন্দ ,ব্যবসায়ি, মিজানুর রহমানের স্বজনরা তাঁর হুগোলবাড়িয়ার বাড়িতে যান। এসময় তাঁরা মিজানুর রহমানের শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করে মিজানুর রহমানের রুহের মাগফেরাত কামনা করেন।