সন্তান হারাবার সঠিক বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না-চাকসু ভিপি রনিসন্তান হারাবার সঠিক বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না-চাকসু ভিপি রনি

সন্তান হারাবার সঠিক বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না-চাকসু ভিপি রনি
স্টাফ রিপোর্টার
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (চাকসু) নব-নির্বিচিত ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেছেন, আমার বাবা-মার সন্তান হারাবার সঠিক বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।সোমবার(১৭ নভেম্বর) বিকেলে শহরের কানাইখালী পুরাতন বাসষ্ট্যান্ডে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ভিপি রনি এসব কথা বলেন।
চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, খুনি হাসিনা ২০০৬ সালে ঢাকায় জামায়াতসহ চারদলীয় জোটের ওপর লগি-বৈঠা নিয়ে এ দেশের মানুষকে হত্যা করেছিল। গুম, খুন, হত্যা, নির্যাতন করে তারা রাজ্য কায়েম করেছিল। ২০০৯ সালে পিলখানায় এ খুনি হাসিনা এদেশের ৫৭ জন দেশপ্রেমিকদের হত্যা করেছিল।
২০২৪ সালে গণবিপ্লবের মাধ্যমে খুনি হাসিনার পতন হয়েছে। এ পতনের মধ্য দিয়ে এ দেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল। সকল ষড়যন্ত্র ভেদ করে বিশ্বের মানচিত্রে আমরা বাংলাদেশকে সত্যিকারের স্বাধীন সার্বভৌমত্ব হিসেবে গড়ে তুলতে চাই।
ভিপি রনি বলেন, ডা. মোহাম্মদ ইউনুস কে এদেশের মানুষ অনেক আশা নিয়ে ক্ষমতায় বসিয়েছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি, জুলাই আন্দোলনে একজন মা তার সন্তান হরালো, একজন বাবা তার ছেলে হারালো। কষ্টতো আপনি পান না, পায় সেই বাবা, সেই মা ও ভাইয়েরা। তারা যে বিচার দাবী করছে, আগে সেই বিচার করতে হবে। যারা অসুস্থ্য তাদের চিকিৎসার করতে হবে, পুঙ্গ পরিবারগুলো পুনবার্সন ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। প্রধান উপদেষ্টা আমাদের এ দাবী মেনে নিতে পারেননি। তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
নব-নির্বাচিত ভিপি আরও বলেন, যারা নিজেদের বড় দল দাবী করেন, তাদের দ্বারা চাঁদাবাজি করা যায় কিন্তু মানুষের মনে স্থান পাওয়া যায় না। খুনি হাসিনার মতো আবার যদি কেন ফ্যাসিবাদ অস্ত্র নিয়ে মানুষের উপর ঝাপিয়ে পড়ে, তাদের নির্বাচনে লাল কার্ড দেখিয়ে দেবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্যে রাখেন- নাটোর জেলা জামায়াতের আমীর,অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম, নাটোর-২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেলসহ জামায়াতের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *