সংস্কার করে লাভ কী হয়েছে?-রিজভী #ছবি সংগৃহিতসংস্কার করে লাভ কী হয়েছে?-রিজভী #ছবি সংগৃহিত

সংবাদ শৈলী অনলােইন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সংস্কার করে লাভ কী হয়েছে? মইনুদ্দিন-ফখরুদ্দিনও সংস্কার সংস্কার করেছিলেন। এর পরিণতি আমারা পেয়েছি। তাদের সংস্কারে দেখেছি, শেখ হাসিনার ফ্যাসিস্টদের দুঃশাসন।’

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘সময় তো অনেক হলো। এক বছর হয়ে গেছে। বাকি কয়েক মাস আছে। এর মধ্যে সংস্কার করা তো যাবে।
নির্বাচিত প্রতিনিধিরা জনগণের চাওয়াকে ধারণ করেন। সংবিধান সংশোধন কিংবা নতুন আইন প্রণয়ন করার প্রয়োজন হলে সেটা তারা করবে। কিন্তু বার বার নির্বাচনকে আকাশের তারার মতো দূরে ঠেলে দিলে গণতন্ত্রের জন্য মহাবিপদ অপেক্ষা করবে।’’ ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি।

তিনি আরো বলেন, ‘দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের বিরোধিতা বিএনপি করে না, তবে অযথা সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *