স্টাফ রিপোর্টার
নাটোরের গুরুদাসপুরে চতুর্থ শৈণির স্কুল ছাত্রীকে ধর্ষণ এবং ওই শিশুটি ৭মাসের অন্তস্বত্বা হওয়া মামলায় আসামী জাহিদুল ইসলাম জাহিদ-৫০কে গ্রেফতার করেছে র্যাব। র্যাব ৫ এর সিপিসি-২ ফরিদপুর র্যাব ১০ সিপিসি-৩ এর সহযোগিতায় গতরাত ৯টায় ফরিদপুর জেলার আলফা ডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে জাহিদকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে গত ১৮ জুন ধর্ষণ মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত জাহিদুল গুরুদাসপুর ধারাবারিষা ইউনিয়নের দক্ষিণ নাড়িবাড়ি গ্রামের কালু খাঁর ছেলে। মামলা মুত্রে জানা যায় , ঘটনার দিন শুক্রবার ছিল। দুপুরে গোসলের পর বাড়ির ভেতর কাপড় পরিবর্তন করছিল সে। বাড়িতে কেউ না থাকার সুযোগে ধর্ষক জাহিদুল পেছন থেকে তাকে জাপটে ধরে মুখে গামছা পেঁচিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে গলা কেটে হত্যার হুমকিও দেন তাকে। ওই ঘটনায় সে দুইদিন যাবত অসুস্থ ছিল। ভয়ে বাড়ির বাহিরে যাওয়া হয়নি।কিন্তু এ ঘটনায় সে গর্ভবতী হয়ে পড়ে। তখন বাড়ির লোকের চাপাচাপিতে শিশুটি প্রকৃত ঘটনা জানায়। এরপর ডাক্তারী পরীক্ষায় সে ৭ মাসের অন্তস্বত্বা রিপোর্ট পাওয়ার পরে ধর্ষিতার দাদাী বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করে। এ ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে সক্রিয় হয়ে উঠে র্যাব। পওে র্যাব৫ ও র্যাব ১০ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।সিপিসি-নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর রফিকুল ইসলাম জানান আসামীকে গুরুদাসপুর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।