স্টাফ রিপোর্টার
নাটোরের বড়াইগ্রামে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার মানিকপুর কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সোহাগ মোল্লা (৩০)। সে উপজেলার মাঝগাঁও তিরাইল গ্রামের মৃত আলহাজ্ব সাইফুল মোল্লার ছেলে। পেশায় সে একজন গুড় ব্যবসায়ী।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলিমুল ইসলাম জানান, সোহাগ তার নিজ বাড়ি থেকে শশুরবাড়ি সিরাজগঞ্জ যাওয়ার পথে দ্রুতগামী অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। পুলিশ আরও জানায়, ঘাতক ট্রাকটি সনাক্ত করে চালককে আটক করার চেষ্টা চলছে।