নাটোরের লালপুরে ৭টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।উপজেলায় উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় অবৈধ ইটভাটা বন্ধে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বিভিন্ন অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারায় ৭ টি ইটভাটাকে ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।