স্টাফ রিপোর্টার
নাটোরের লালপুরে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন প্রতিহত ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে মনোনয়ন বঞ্চিত পুতুলের ভাই রাজন সমর্থক ও বিএনপির একাংশ।
বুধবার সন্ধা ৭টায় লালপুর শ্রী সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিল শুরু হয়ে রাজশাহী-পাবনা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল আলম, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম লুলু এবং লালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাইনুল হক বিপ্লব।
এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের জনবিচ্ছিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ দমন করতে “লোকডাউন নাটক” সাজানো হচ্ছে। তাই পতিত স্বৈরাচার আওয়ামীলীগের নেতা কর্মিদের রাজপথেই প্রতিহত করা হবে।
বক্তারা আরো অভিযোগ করে বলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন অতি সত্বর বাতিল করতে হবে। তা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

