স্টাফ রিপোর্টার
লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মোহাম্মদ আলী উপজেলার গোপালপুর গুচ্ছগ্রামের আল-আমিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে গোপালপুর গুচ্ছগ্রামের রাস্তার ওপর খেলছিল শিশু মোহাম্মদ আলী। এ সময় একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে রাজশাহীতে নেওয়ার পথেই শিশুটি মারা যায়।
এ বিষয়ে লালপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিষয়টি তিনি জেনেছেন। তবে এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে অঅইনগত ব্যবস্থা নেওয়া হবে।