লালপুরে বিএনপি প্রতিপক্ষ সমর্থকদের উপর হামলা , মনোনয়ন বাতিলের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ#সংবাদ শৈলীলালপুরে বিএনপি প্রতিপক্ষ সমর্থকদের উপর হামলা , মনোনয়ন বাতিলের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র প্রার্থী তালিকা ঘোষণার পরপরই নাটোরের লালপুরের গৌরীপুরে মনোনয়ন প্রত্যাশী ইয়াসির আরশাদ রাজনের সমর্থকদের উপর মনোনয়ন  ঘোষিত পুতুল সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় জিলুর রহমান নামে রাজন সমর্থক একজন বিএনপি কর্মী আহত হয়েছেন। সোমবার বিকেলে গৌরীপুর বাজারে এ ঘটনা ঘটে। ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা অভিযোগ করেছেন নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণার পরেই তার সমর্থকরা রাজন সমর্থকদের উপর হামলা চালায়। 

জানা যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশে ২৩৮টি আসনে সম্ভাব্য চূড়ান্ত বিএনপি প্রার্থীদের নাম ঘোষণা করেন। এরমধ্যে নাটোর ১ (লালপুর বাগাতিপাড়া) আসনে প্রয়াত প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা ফজলুর রহমান পটলের মেয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণা করা হয়। এরপর পুতুলের সমর্থকরা প্রতিদ্বন্দ্বী প্রার্থী পুতুলের বড় ভাই ইয়াসির আরশাদ রাজন সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় জিল্লুর রহমান নামে একজন রাজন সমর্থক বিএনপি কর্মী আহত হন। এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে গৌরীপুর বাজারে মিছিল এবং সমাবেশ করা হয়। এরপর রাত্রিতে ঈশ্বরদী লালপুর মহাসড়কের গৌরীপুর এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে  যানবাহন চলাচলে বাধা দেওয়া হয় এবং বিক্ষোভ করা হয়। তারা শারমিন সুলতানা পুতুলের মনোনয়ন বাতিলদের দাবি জানান। 

এ বিষয়ে লালপুর থানার ওসি মনিরুজ্জামান জানান সংবাদ পেয়ে পুলিশ ঘটনার স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনায় থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *