স্টাফ রিপোর্টোর
নাটোরের লালপুর উপজেলার উধনপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল (১ ফেব্রুয়ারি) রাত ৮:৩০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল গফুর (৭০)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি উপজেলার উধনপাড়া উত্তর মাঠে জমি সংক্রান্ত বিরোধের জেরে ওবায়দুল ইসলাম মন্টু ও আ. লতিফ পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মন্টু পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে লতিফ পক্ষের ওপর হামলা চালায়। এতে আব্দুল গফুর (৭০), বিএনপি সমর্থক আ. লতিফ (৭০) এবং গাজিউর রহমান (৫০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ ফেব্রুয়ারি রাতে মারা যান আব্দুল গফুর।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান রাজু বলেন, “ঘটনার বিষয়ে আগেই মামলা দায়ের করা হয়েছিল । সে মামলাাই হত্যা মামলা হবে । তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।