লালপুরে  চিকিৎসকের অবহেলা নব জাতকের মৃত্যুর অভিযোগলালপুরে  চিকিৎসকের অবহেলা নব জাতকের মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার

নাটোরের লালপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (২২ জুন) বিকেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে। পরে রাতে নবজাতকের মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ জুন বিকেল ৪টার দিকে দক্ষিণ লালপুর এলাকার ফয়সাল খানের স্ত্রী জাহানারা খাতুনকে (৩১) অন্তঃসত্ত্বা অবস্থায় লালপুর পৌর এলাকার পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। তিনি ডা. ফারজানা ইসলাম বিভার অধীনে চিকিৎসাধীন ছিলেন। রাত পৌনে ৯টার দিকে প্রসব ব্যথা বাড়লে উপস্থিত নার্স ও আয়া মিলেই ডেলিভারি করান। অভিযোগে বলা হয়, এ সময় কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। ডেলিভারির পরপরই নবজাতকের শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। চিকিৎসকের অনুপস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় চিকিৎসা দিতে ব্যর্থ হয় এবং পরে শিশুটিকে রাজশাহীর একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটি মারা যায়।

নবজাতকের স্বজনদের অভিযোগ, নার্স ও আয়া দিয়ে ডেলিভারির সময় নবজাতকের গলা, মাথা ও বুকে গুরুতর জখম হয়। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাই শিশুটির মৃত্যুর জন্য দায়ী বলে তারা দাবি করেন। এ ঘটনায় রোববার রাত ১১টার দিকে নবজাতকের মা লালপুর থানায় তিনজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করেও পদ্মা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ এবং দায়িত্বরত চিকিৎসক ডা. ফারজানা ইসলামের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *