স্টাফ রিপোর্টার
নাটোরের লালপুরে মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে নছিমন উল্টে স্বামী স্ত্রী নিহত হয়েছে। আজ সকালে দক্ষিণ লালপুর এলাকায় নাটোর বানেশ্বও ঈম্বরদী আঞ্চলিক মহামড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন , নিহতরা দক্ষিণ লালপুর এলাকার খায়েজ মোল্লার ছেলে চান্দু মোল্লা -৪২ এবং তার স্ত্রী আরবী বেগম-৩৪।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নওগায় তাদেও এক আত্মীযের মত্যু সংবাদ শুনে চান্দু মোল্লা স্বস্ত্রীক নছিমনে করে ট্রেন ধরার জন্য আজিমনগর রেল স্টেশেনর উদ্দেশ্যে রওনা দেন । পথে দক্ষিণ লালপুর প্রেট্টেল পাম্পের কাছে ঘনকুয়াশায় নিয়ন্ত্রন হারিয়ে নছিমনটি উল্টে যায়। এত ঘটনাস্থলেই চান্দু মোল্লার মৃত্যু হয় । স্থানীয়রা আহত আরবীকেউদ্ধার করে লালপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ওসি নাছিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত কওে বলেন এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।