স্টাফ রিপোর্টার
নাটোরের লালপুর থেকে ইমু হ্যাকিং চক্র ও কিশোর গ্যাংয়ের ১২ জন সদস্যকে ১৬ টি এন্ড্রয়েড ফোন ১২ টি বাটন ফোন ৩০টি সিম , পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি দেশীয় অস্ত্র সহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ বুধবার ভোর পাঁচটায় লালপুর উপজেলার বিড়বাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তি জানানো হয়, হয় গোপন সূত্রের সংবাদের প্রেক্ষিতে সেনাবাহিনীর একটি চৌকস দল ডিন মারিয়া গ্রামে অভিযান চালায়।অভিযানে সংঘবদ্ধ প্রতারক চক্রের ১২ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। এই কিশোর গ্যাং সদস্যরা ইমু অ্যাপ ব্যবহার করে দীর্ঘদিন ধরে সাইবার অপরাধ ও ব্ল্যাকমেইলের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি নিয়মিত মাদক সেবনেও লিপ্ত ছিল।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য হিসেবে ইমু অ্যাপের মাধ্যমে দেশি ও প্রবাসীদের সঙ্গে উভয় কন্ঠে কথা বলে প্রেমের সম্পর্ক স্থাপন করত। পরবর্তীতে অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ হাতিয়ে নিত। তারা নিজেদের কিশোর গ্যাং পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার এবং মাদকসেবনের মাধ্যমে যুবসমাজকে বিপথগামী করার চেষ্টা করছিল। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
এ বিষয়ে লালপুর থানার ওসি মমিনুল হক জানান গ্রেপ্তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।