স্টাফ রিপোর্টার
নাটোরের লালপুরে এক আদিবাসী কিশোরী (১৪) কে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় শাহীন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার বিকালে উপজেলার এবি ইউনিয়নের ডহরশৈলা গ্রামে এঘটনা ঘটে। আটককৃত শাহীন একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও গ্রামবাসী জানান, আদিবাসী পাহাড়ি সম্প্রদায় ওই কিশোরী বাড়ির পাশের জমিতে ঘাস কাটতে গেলে তাকে ধর্ষণ করে ওই যুবক।
পরে মেয়ের বাবা ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে ওই মেয়েকে উদ্ধার করে এবং শাহীন নামে এক যুবককে আটক করে। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।