স্টাফ রিপোর্টার
নাটোরের লালপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মির পেসবুকে পোস্ট নিয়ে পাল্টাপাল্টি হাামলায় ৫জন আহত হওয়ার ঘটনায় উপজেলার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইসহাক আলীসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে লালপুর থানায় মামলাটি করেন আড়বাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলা উদ্দিন।
পুলিশ ও স্থাানীয় লোকজন জানান, গত ৪ জানুয়ারী রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্র্ষিকী উপলক্ষে েেফসবুকে পোস্ট করে লালপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের আওয়য়ামীলীগ কর্মি আব্দুল মান্নানের ছাত্রলীগ কিির্ম নাতি জয়। এর জেরে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা জয়কে মারধর করে। পরে স্থানীয় আওয়ামী লীগের লোকজন তাদের ধাওয়া করে সাগর নামে এক ছাত্রদল কর্মীকে মারধর করে।
পরে বিএনপি নেতাকর্মীরা একত্রিত হয়ে আব্দুল মান্নান, তার ছেলে আবু বক্কর সিদ্দিক ও সেন্টু নামে ৩ আওয়ামী লীগ সমর্থকের বাড়ি ভাংচুর করে। এসময় মান্নানের বাড়িতে বেড়াতে আসা ছুটিতে থাকা সেনাবাহিনী সদস্য জিহাদসহ অনন্ত ৫ জন আহত হয়।
মামলায় আড়বাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলা উদ্দিন অভিযোগ করেন, আসামি জয় ইসলাম গত শনিবার বিকেলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজের ফেসবুক পেজে পোস্ট দেন। একই সঙ্গে তিনি অন্য আসামিদের সঙ্গে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে রঘুনাথপুর বাজারে বিশৃঙ্খলা শুরু করেন। তখন ছাত্রদলের কর্মী সাগর আলী সেখানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা সাগর আলীকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করেন। পরে বাদীসহ বিএনপির লোকজন সেখানে গিয়ে সাগরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এদিকে মামলার আসামি আবদুল মান্নান বলেন, তাঁরাই মারপিটের শিকার হয়েছেন। কিন্তু পুনরায় হামলার ভয়ে তাঁরা মামলা করতে পারছেন না।
এ বিষয়ে ছন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, মামলার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।