স্টাফ রিপোর্টার
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী এ্যাড. আবুল কালাম আজাদ সমর্থকদের ওপর হামলায় ২ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রর্থীর সমর্থকদের বিরুদ্ধে। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মাঝগ্রামে এলাকায় এঘটনা ঘটে।আহতরা হলেন, একই এলাকার জবান উদ্দীনের ছেলে লিমন হোসেন আশিক ও জসিম উদ্দিনের ছেলে আজিম।
আহত লিমন হোসেন আশিক জানান, গত শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে মাঝগ্রাম আসলাম মোড়ে নৌকা প্রার্থী শহিদুল ইসলাম বকুলের সমর্থক খুদরত ই খুদা পনির নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ ঈগল প্রতীকের সমর্থনে কাজ করায় মুসা আলী (২৬) কে মারধর করে নৌকার পক্ষে কাজ করার কথা বলেন। এবিষয়ে শনিবার সকালে লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা শারমিন আখতারকে লিখিত অভিযোগ দেন। এতে কুদরত ই খুদা পনির ক্ষিপ্ত হয়ে আশিক ও তার পিতা ভ্যানযোগে বাজারে যাওয়ার সময় ভ্যান থামিয়ে আশিককে মারধর করে। তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার চাচাতো ভাই রাজিমকেও মারধর করা হয়।
তবে এসব ঘটনা অস্বীকার করে কুদরত ই খুদা পনির বলেন, কাউকে মারধর করা হয় নি। ঘটনার সময় তিনি কাশেমপুর বাজারে নৌকার প্রচারণায় ব্যস্ত ছিলেন। শুনেছি দৌড়াতে গিয়ে পড়ে গিয়ে আশিক আহত হয়েছেন।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এবিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।