স্টাফ রিপোর্টার
রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে ঘুরে জনসাধারণকে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহবান জানালেন নাটোরের ডিসি, এসপি এবং র্যাবের ক্যাম্প কমান্ডার। তারা জনসাধারণকে আশ্বস্ত করলেন আপনাদের ইচ্ছামত প্রার্থীকে আপনারা ভোট দিতে পারবেন। যদি কেউ কোনরুপ ভয়ভিতী প্রদর্শন করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা প্রশাসনের পক্ষ থেকে তৎপর রযেছি। তাঁরা বলেন, নির্বাচন কেন্দ্রীক যে কোন বিষয়ে পুলিশ, জেলা প্রশাসনসহঅথবা ৯৯৯ নম্বরে ফোন করে জানাতে পারেন। আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। । জনগণের জন্য সুষ্ঠু নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য আমাদের দরজা সব সময় খোলা রয়েছে।
প্রত্যক্ষ দর্শি, জেলা ও পুলিশ প্রশাসন কর্তৃক জানা যায় , বেলা আড়াইটার দিকে নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভ’ঁঞা, পুলিশ সুপার তারিকুল ইসলাম, নাটোর র্যাব কাম্পের কোম্পানী অধিনায়ক, সিনিয়র সহকারি পরিচালক, সন্জয় কুমার সরকারসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা নাটোর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এসময় তারা নির্বাচনের পরিবেশ নিয়ে রাস্তায় চলাচলকারী মানুষ ,ব্যবসায়িসহ নানা শ্রেণি ও পেশার মানুষদের সাথে কথা বলেন। সরকারী কর্মকর্তা বৃন্দ জনসাধারণকে অভয় দিয়ে বলেন, আমরা চাই উৎসব মুখর পরিবেশে একটি অবাধ ,শান্তি পূর্ণ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন অুনষ্ঠিত হোক। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। যদি কোন হুমকি ধামকি কোন প্রার্থী বা তার সমর্থক দেয় আমাদের জানান, আমরা আইনগত ভাবে কঠোর ব্যবস্থা নেব।তারা বলেন, আপনারা দেশের নাগারিকরা যেমন চান একটি ভাল নির্বাচন । সরকারী কর্মকর্তা হলেও আমরা দেশের নাগরিক। আমরাও চাই আপনাদের ইচ্ছামত প্রার্থীকে আপনারা ভোট প্রদান করুন। এক্ষেত্রে আমাদেও পক্ষ থেকে কোনরুপ ছাড় দেয়া হবে না।
নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঞা বলেন, জনগণকে ভোট কেন্দ্রে যেতে এবং একটি গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা এধরণের পদক্ষেপ গ্রহণ করেছি।