স্টাফ রিপোর্টার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এক কিশোরীকে গণধর্ষণ মামলার পলাতক অভিযুক্ত মামুন আলী (২৫) কে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে নাটোর শহরের কানাইখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুন আলী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার তাজেন্দ্রপুর গ্রামের বারিক হোসেনের ছেলে। নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব আরো জানায়, গত ১০ ফেব্রুয়ারি রাজশাহীর গোদাগাড়ি উপজেলার তাজেন্দ্রপুর গ্রামের ওই ভুক্তভোগী কিশোরী বাড়ীর অদুরে একটি ভুট্টা জমিতে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। এসময় সাদ্দাম হোসেন নামে এক যুবক ভুক্তভোগীর মুখে গামছা পেঁচিয়ে ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। একই সময় ঘটনাস্থলে মামুন আলী উপস্থিত হলে অভিযুক্ত দুইজনই পরে যোগসাজেশ করে ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করে। এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তকারী অফিসার আসামীদের গ্রেফতারের জন্য র্যাব-৫ বরাবর অধিযাচনপত্র প্রদান করলে র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ ছায়াতদন্ত শুরু করে। গ্রেফতারকৃত মামুন আলীকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।