স্টাফ রিপোর্টার:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবু ডাইং গ্রামের আদিবাসীদের ভ’মি দখল ও উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। মঙ্গলবার সকালে রাজশাহী শহরের সাহেব বাজার এলাকায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আয়োজনে মানববন্ধন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি গনেশ মার্ডি, সিনিয়র সহসভাপতি রাজকুমার সাও, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, কেন্দ্রীয় সদস্য আন্দ্রিয়াস বিশ্বাস, রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, সুশীল সমাজ প্রতিনিধি অ্যাড. ঘাসিবুল ইসলাম, বরেন্দ্র বহুমূখী প্রকল্পের সমন্বয়কারী ফয়েজুল্লাহ চৌধুরী, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক নিলুফা আহমেদ, এনজিও প্রতিনিধি রাশেদ রিপন, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব জামান কাদেরী প্রমূখ।
এসময় বক্তারা বলেন, আদিবাসী কোল জনগোষ্ঠীদের উচ্ছেদের সময় প্রজাসত্ত্ব আইন মানা হয়নি। উচ্ছেদ হওয়া আদিবাসী পরিবারগুলো অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছে। তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে পুর্নবাসন ও ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া আদিবাসীদের ভ’মি সুরক্ষায় আদিবাসীদের ভূমি সংক্রান্ত ৯৭ ধারার পূর্ণ বাস্তবায়নের দাবি জানান তারা।

এর আগে গত ২ নভেম্বর রাজশাহী জেলা প্রশাসকের সাথে আদিবাসী পরিবার উচ্ছেদ ও ভূমি দখল সংক্রান্ত মতবিনিময় করে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় নেতারা।
উল্লেখ্য, ২৮ অক্টোবর দুপুরে আদালতের আদেশে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং গ্রামে ৫টি আদিবাসী কোল পরিবারকে উচ্ছেদ করা হয়। 

                    