স্টাফ রিপোর্টার
৩০ নভেম্বর বৃহস্পতিবার। মনোনয়ন জমা নিয়ে ব্যাস্ত সবাই। নিজ নিজ দলের নেতা কর্মিরা স্ব-স্ব প্রার্থীর সমর্থনে ভিন্ন অবস্থানে কাজে ব্যস্ত। েএর মধ্যেই ব্যতিক্রমী একটি দৃষ্টান্ত স্থাপন করলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থীআলাউদ্দিন মৃধা। তারা পরস্পরকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করাসহ পরস্পরকে চুমু দিয়ে স্থাপন করলেন অনন্য দৃষ্টান্ত। এক সময় এটা স্বাভাবিক বিষয় থাকলেও সময়ের বিবর্তনে তা হারিয়ে যেতে বসেছে। রাজনৈতিক এই সহ মর্মিতা অনেকের কাছেই প্রশংসিত হয়েছে। এই ভিডিওটি শুক্রবার (১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে উচ্ছসিত প্রশংসা করেন অনেকেই।
প্রত্যক্ষ দর্শি সুত্রে জানা যায় (৩০ নভেম্বর) দুপুরে নাটোর-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন মৃধা বড়াইগ্রাম উপজেলা পরিষদে তার মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন। পথে বনপাড়ায় উপজেলা চত্বর গেটের কাছে পৌঁছালে আসনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর সঙ্গে তার দেখা হয়। এসময় সিদ্দিকুর রহমান পাটোয়ারী এগিয়ে এসে আলাউদ্দিন মৃধাকে জড়িয়ে ধরে কুশল বিনিময়ের একপর্যায় গালে চুমু খান। পরে আলাউদ্দিন মৃধাও তাকে পাল্টা চুমু দেন। এসময় জাতীয় পার্টির প্রার্থীর সমর্থকরা ‘লাঙ্গল’ ‘লাঙ্গল’ বলে শ্লোগান দিচ্ছিলেন।
এবিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য। ঐদিন তার (আলাউদ্দিন মৃধার) সঙ্গে দেখা হয়েছে, সে আমার ক্লাসমেট তাকে জড়িয়ে ধরেছি, তার গালে আমি চুমু খেয়েছি। এইটা আমার ভালোবাসা এবং রাজনৈতিক সহাবস্থানের একটি নিদর্শন।
জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলাউদ্দিন মৃধা বলেন— মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় তার (সিদ্দিকুর রহমান পাটোয়ারী’র) সঙ্গে দেখা হলে কুশল বিনিময় হয়। এটাকে আমি পজিটিভলি দেখি। কেননা এতে দুজনের ভালো সম্পর্ক প্রকাশ পেয়েছে। এঘটনার পর সাধারণ মানুষ আস্থা পেয়েছে যে তারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারবে।