মোহাম্মদপুরে খুন হওয়া মা-মেয়ের জানাজা শেষে নাটোরে দাফন সম্পন্ন#সংবাদ শৈলীমোহাম্মদপুরে খুন হওয়া মা-মেয়ের জানাজা শেষে নাটোরে দাফন সম্পন্ন#সংবাদ শৈলী


স্টাফ রিপোর্টার

ঢাকার মাহাম্মদপুরে খুন হওয়া মা-মেয়ের জানাজা শেষে নাটোরে দাফন সম্পন্ন ছুরিকাঘাতে নিহত মা লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের জানাজা শেষে নাটোরে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ জোহর নাটোর শহরের গাড়িখানা কবরস্থানে মা-মেয়ের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে নাটোর নবাব সিরাজ-উদ দৌলা সরকারি কলেজ মাঠে দুজনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
ওই দিন ভোরে এলাকায় নিহত লায়লা আফরোজের শশুর এবং নাফিসার দাদা এজেড এম আজিজুল ইসলামের বাবা হাদিউল ইসলামের পৈত্রিক বাড়ি নাটোর শহরের বড়গাছা এলাকার বাড়িতে নিয়ে আসা হয় মা-মেয়ের মরদেহ। মরদেহ বাড়িতে আসার খবর পেয়ে আত্মীয়-স্বজন ও এলাকার লোকজন দেখতে ভিড় জমায়। এসময় অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন। পুরো পরিবারে শোকের ছায়া নেমে আসে।
লায়লা আফরোজ (৪৮) একজন গৃহিণী ছিলেন। তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫) মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
সোমবার সকালে রাজধানী মোহাম্মদপুরের শাহজাহান রোডে নিজ বাসায় লায়লা এবং তার মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজকে নৃশংসভাবে হত্যা করা হয়।
মাত্র চার দিন আগে কাজ শুরু করা খণ্ডকালীন গৃহকর্মীই এ ঘটনা ঘটিয়েছে বলে মোহাম্মাদপুর থানায় মামলা দায়ের করেছেন এজেড এম আজিজুল ইসলাম।
হত্যাকান্ডের সময়নাফিসার বাবা, ইংরেজি মাধ্যমের স্কুলশিক্ষক এ জেড আজিজুল ইসলাম তখন কর্মস্থলে ছিলেন।বাড়ি ফিরে তিনি স্ত্রী লায়লা আফরোজ এবং মেয়ে নাফিসাকে মূমূর্ষ অবস্থায় দেখতে পান। নাফিসাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জানা যায় কাজের মেয়ে আয়েশা তাদের হত্যা করে বাথ রুমে গোসল করে নাফিসার স্কুল ড্রেস পরে বাড়ি থেকে বেরিয়ে যায়। পুলিশ এখনো তাকে গ্রেফতার করতে পারেনি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *