স্টাফ রিপোর্টার
তথ্য প্রযক্তির সহায়তায় দিনাজপুরের বিরামপুরে স্ত্রী হত্যা মামলার প্রধান পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী ওয়াসিম আলী দুলাল (৩৭) কে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নাটোর সদর উপজেলার একডালা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।দীর্ঘ ১৮ বছর পলাতক থাকলেও সম্প্রতি মোবাইল ফোন ব্যবহার করায় তাকে তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করে র্যাব। গ্রেফতারকৃত ওয়াসিম দিনাজপুরের বিরামপুর উপজেলার ক্যাটারার হাট গ্রামের মৃত নাসিম উদ্দিন মন্ডলের ছেলে। শনিবার সকাল ৯টার দিকে নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
কোম্পানিক অধিনায়ক আরো জানান, ২০০৫ সালে গ্রেফতারকৃত ওয়াসিম আলী দুলার পারিবারিক কলহের জেরে তার প্রথম স্ত্রীকে হত্যা করে। ওই ঘটনায় বিরামপুর থানায় পেনাল কোড-১৮৬০ এর ৩০২/২০১/১০৯ থারায় মামলা মামলা হলে আতœগোপনে চলে যায় ওয়াসিম।্্এরপর থেকে তিনি াণ্য জেলায় ভিন্ন সামে বসবাস করতেন। সম্প্রতি তিনি একটি মোবাইল য়োন ব্যবহার শুরু করেন । র্যাব তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান নির্ণয় এবং গ্রেপ্তার করতে সক্ষম হয়।