নাটোরের মো. আমানুল্লাহ আমান’ ভারতে চলমান বিশ্বকাপের ১৩ তম আসরে কমেন্ট্রি করবেন । তিনি বাংলাদেশ বেতার রাজশাহী ও রেডিও ভুমির ক্রীড়া ভাষ্যকার । মো. আমানুল্লাহ আমান বিগত ১৯৯১ সালের ৮ অক্টোবর আজকের এই দিনে নাটোর জেলার দিঘাপতিয়া উপজেলার ইসলাবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা-মাওলানা মো. আবুল খায়ের মাতা, মোছা. শাহানারা বেগম,
মো. আমানুল্লাহ আমান, প্রাথমিক শিক্ষা ইসলাবাড়ী প্রাথমিক বিদ্যালয়, দিঘাপতিয়া উচ্চ বিদ্যালয়, এস.এস.সি, দিঘাপতিয়া এম. কে কলেজ, এইচ. এস. সি, নবাব সিরাজুদ্দৌলা কলেজ নাটোর, অনার্স-রসায়ন, রাজশাহী কলেজ মাস্টার্স, রসায়ন, রাজশাহী বিশ্ববিদ্যালয় পিজিডিএড, সম্পন্ন করে বর্তমানে দত্তপাড়া উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এই ক্রীড়া ভাষ্যকারের বাবা মাওলানা মো. আবুল খায়ের শিক্ষক হিসেবে মাধ্যমিক বিদ্যালয়ের কর্মরত এবং খতিব হিসেবে স্থানীয় জামে মসজিদে আছেন। তার মা গৃহিণী, পারিবারিক ভাবে ক্রীড়া ভাষ্যকার মো. আমানুল্লাহ আমান ১ ভাই ১ বোন।
আমান বলেন, ২০১৭ সালে প্রথম ফুলবাগান ক্রিকেট ক্লাবের বদন্যতায় মাইক্রোফোন হাতে নেয়া। জেলা ক্রীড়া সংস্থা নাটোরের কর্ণধার মোস্তাক আলী মুকুলের সহায়তায় জেলা পর্যায়ে কাজ শুরু ২০১৭ সালে, এরপর বিশিষ্ট ক্রীড়া ভাষ্যকার মোহাম্মদ কামরুজ্জামানের হাত বাড়িয়ে দেয়ার পর থেকে পেছনে ফিরে তাকাতে হয়নি।
এরপর বাংলাদেশ বেতার রাজশাহী, তারপর রেডিও ভুমি ধারাভাষ্যকার হিসেবে পথচলা শুরু। আলহামদুলিল্লাহ এখন প্রতিনিয়তই কন্ঠযোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছি।একাজের জন্য তিনি সজাগ নিউজকে বিশেষ ধন্যবাদ জানিয়ে বলেন আমাকে অনেক বড় সুযোগ করে দেবার জন্য তাদের অনেক অবদান । তিনি মাহাবুব, কুমার কল্যাণ, আলফাজ উদ্দিন আহমেদ, মো. সামসুল ইসলাম, মো. জামিলুর রহমান, ইমরান জামিল, শামস সুমন, শহিদুল ইসলাম বাবু, উলকা, শফিকুল, মিন্টু, মোজাহার, ফরহাদ, ইউসুফ, খালেদুল, দেওয়ান আহমেদ আলী, আব্দুস সালাম, তপন, সানজিদা, দিনা এদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
আরেক প্রশ্নের জবাব এ আমানুল্লাহ আমার বলেন ২৩ আগস্ট-২০২২ এ প্রথম রাজশাহী বেতার অনুষ্ঠান ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ, বর্তমানে রাজশাহী বেতারে এখন প্রামাণ্য অনুষ্ঠান, কথিকা পাঠ, ক্রীড়াঙ্গন অনুষ্ঠান উপস্থাপনা করা ও খেলা বিশ্লেষণে অংশগ্রহণ করা। বাংলাদেশের সকল মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। ৩২ বছর এর পথচলায় দেশের প্রায় সকল জেলাতে ধারাভাষ্য দিয়ে প্রসংশা কুরিয়েছি। ক্রিককিক তার নিজস্ব পেইজ যেখানে ক্রীড়া পর্যালোচনা করেন। দেশের বিশ্বকাপ জয়ের ধারাভাষ্য দেওয়াটাই সর্বোচ্চ ইচ্ছা।
নাটোর এর আমান এবার কমেন্ট্রি করবেন ভারতে চলমান বিশ্বকাপের ১৩ তম আসরে।। ক্রিকেটার তাইজুল,ফুটবলার তানভীর চৌধুরী, সোহেল রেজাদের মত আন্তর্জাতিক অংগনে প্রতিনিধিত্ব করছেন নাটোরের ইসলাবাড়ীর ছেলে আমান,, যা আমরা অনেকেই জানিনা । আগামী ২১ তারিখ হতে ১৩ টি ম্যাচে ধারাভাষ্য করবেন রেডিও ভুমির মাইক্রোফোনে, সে লক্ষ্যে নাটোর বাসির দোয়া চেয়েছেন তিনি। নাটোরকে জাতীয় পর্যায়ে আরও এগিয়ে নিতে সবাইকে পাশে চেয়েছেন আমান।।