স্টাফ রিপোর্টার
কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে একাধিক বার ধর্ষণের পর বিয়ের নাটক সাজিয়ে পতিতালয়ে বিক্রি চেষ্টার অভিযোগে আবুল কালাম আজাদ (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে নাটোর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে নাটোর জেলার লালপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।শুক্রবার (২২ ডিসেম্বর) সকালের সিপিসি-২ নাটোর র্যাব ক্যাম্প (সিপিসি-২ ) থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।
নাটোর র্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক সঞ্জয় কুমার সরকার জানান, রাজবাড়ি জেলার পাংশা উপজেলার এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন অভিযুক্ত আসামি। পরে একাধিক বার ধর্ষণের পর প্রতারণার নাটক সাজিয়ে বিয়ে করে ওই কিশোরীকে। এরপর ওই কিশোরীকে টাকার বিনিমেয়ে যৌনকর্মী হিসেবে পতিতালয়ে পাচারের চেষ্টা করে। পরবর্তীতে ওই কিশোরীর মা বিষয়টি বুঝতে পেরে রাজবাড়ী জেলার পাংশা থানায় ধর্ষণ, প্রতারণা এবং পাচার আইনে একটি মামলা দায়ের করেন। এ ঘটনার পর অভিযুক্ত আসামি আবুল কালাম আজাদ আত্মগোপনে চলে যান।
তিনি আরও জানান, অভিযুক্ত ব্যক্তির অবস্থান জিানতে পেরে শুক্রবার রাতে নাটোরের লালপুর উপজেলা থেকে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেন। আজ আসামিকে কুষ্টিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।