স্টাফ রিপোর্টার

বাগাতিপাড়ায় হিসাব রক্ষণ অফিসের ২টি কম্পিউটার মনিটর চুরি
বাগাতিপাড়ায় হিসাব রক্ষণ অফিসের ২টি কম্পিউটার মনিটর চুরি

নাটোরের বাগাতিপাড়া উপজেলা হিসাবরক্ষণ অফিসে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা অফিসের জানালার লক ভেঙে ভেতরে থাকা দুটি কম্পিউটারের মনিটর চুরি করে নিয়ে গেছে।
শনিবার (০৩ জানুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। রোববার (০৪ জানুয়ারি) সকালে অফিস খোলার পর বিষয়টি নজরে আসে।
কার্যালয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দাপ্তরিক কাজ শেষে কর্মকর্তা-কর্মচারীরা অফিস কক্ষ তালাবদ্ধ করে নিজ নিজ গন্তব্যে চলে যান। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কার্যালয় বন্ধ ছিল। রোববার সকালে অফিস সহায়ক রেজাউল করিম কার্যালয়ে এসে কক্ষের দরজা খুলে জানালার পর্দাগুলো এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে লক্ষ্য করেন, জানালার লক ভাঙা এবং অফিসের দুটি ডেস্কে থাকা কম্পিউটারের মনিটর নেই। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি অফিসের অন্য কর্মকর্তাদের জানান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল হালিম বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা পুলিশকে অবহিত করাসহ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *