স্টাফ রিপোর্টার:
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে ক্লাব সমূহের সহযোগিতায় দিনব্যাপী প্রযুক্তি মেলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এসএম লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, “বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল ছাত্র-ছাত্রীদের জন্য এই উদ্ভাবনী প্রযুক্তি মেলা আয়োজন করা হয়েছে। আমি সত্যিই অভিভূত। আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে, আমরা চাইলেই যে কোন অসম্ভবকে সম্ভব করতে পারি। আশা করি এই প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে প্রযুক্তিগত অগ্রগতি ও উদ্যোক্তাদের উৎসাহিত করবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অবঃ), পরীক্ষা নিয়ন্ত্রক কর্ণেল হ্লা হেন মং (অবঃ), সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, কানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, আইন ও বিচার বিভাগের প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ নজিনুল মুবীন (অবঃ), বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।
দিনব্যাপী এই প্রযুক্তি মেলায় মোট ০৯টি ক্যাটেগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় -প্রজেক্ট শো (হার্ডওয়্যার ও সফটওয়্যার), প্রোগ্রামিং কনটেস্ট, আইডিয়া কনটেস্ট (টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল), থিসিস/প্রজেক্ট প্রপোজাল প্রেজেন্টেশন, টেক ডিবেট, গেইমিং কনটেস্ট (NFS, eFootball)।
মেলায় বিশ্ববিদ্যালয়ের ৮টি বিভাগের ৩৩টি টিমের মোট ১০৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। মেলার দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ীদের হাতে ক্রেস্ট, প্রাইজমানি ও অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএসই বিভাগের শিক্ষার্থী মাইশা এবং আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী অনিরুদ্ধ।

                    