স্টাফ রিপোর্টার
নাটোরের বাগাতিপাড়ায় বজ্রপাতে আজব আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু এবং আলিফ নামে এক কিশোর আহত হয়েছে।শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার নন্দীকুজা কান্দিপাড়া এবং সলইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষ দর্শি ও পরিবার সুত্র্রে জানা যায়, নন্দীকুজা কান্দিপাড়া গ্রামের আজব আলী (৭০) নিজ বাড়ির আঙিনায় বজ্রপাতেমারা যান।
আজব আলী ওই গ্রামের আকালী প্রামাণিকের ছেলে। তিনি পেশায় একজন ক্ষুদ্র ফল ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, বিকাল ৩ টার দিকে হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়। সেসময় বৃষ্টিতে ভিজতে ভিজতে আজব আলী বাইরে থেকে বাড়ির ভেতর ঢুকছিলেন। এ সময় বজ্রপাতে আজব আলী মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজনের নজরে এলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এদিকে একইদিনে বজ্রপাতে সলইপিাড়া গ্রামেরর আলতাফ হোসেনের ছেলে আলিফ (১৫) নামের এক কিশোর গুরুতর আহত হয়েছে। তাকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রিতা হালদার জানান, আজব হাসপাতালে আসেননি, তবে কিশোর আরাফাত হাসপাতালে ভর্তি রয়েছে।