বাগাতিপাড়ায় নকল বিড়ি তৈরির সরঞ্জাম জব্দ#সংবাদ শৈলীবাগাতিপাড়ায় নকল বিড়ি তৈরির সরঞ্জাম জব্দ#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বিপুল পরিমাণ নকল বিড়ি তৈরির সরঞ্জাম ও কাঁচামাল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ঠেঙ্গামারা চকগাজিপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

 পুলিশ জানায়, মনোমহন বিড়ি কোম্পানির গোপন তথ্যের ভিত্তিতে আজিজুল ইসলাম জীবনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। আজিজুল ইসলাম ওই এলাকার মৃত অবের উদ্দিনের ছেলে এবং বর্তমানে বগুড়ায় আনসার ভিডিপি সদস্য হিসেবে কর্মরত আছেন। 

স্থানীয়দের অভিযোগ, চাকরির আড়ালে তিনি দীর্ঘদিন ধরে নকল বিড়ি তৈরির কারবার চালিয়ে আসছিলেন। অভিযান চলাকালে পুলিশ ২৬ হাজার ৫০০টি প্রস্তুত নকল বিড়ি, প্রায় এক মণ তামাক, দুই লাখ বিড়ি তৈরির ফিল্টার, পাঁচ লাখ লেবেল, ২২ হাজার ঠোস, বিপুল পরিমাণে ব্যান্ডরোল ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪৩ হাজার টাকা। তবে অভিযানের খবর পেয়ে আজিজুল ইসলাম পালিয়ে যান।

 মনোমহন বিড়ি কোম্পানির ফ্যাক্টরি ও মার্কেটিং ম্যানেজার মাইনুল ইসলাম শান্ত বলেন, “আজিজুল ইসলাম দীর্ঘদিন ধরে আমাদের কোম্পানির নাম ব্যবহার করে নকল বিড়ি তৈরি করছিলেন। ফ্যাক্টরির পরিচালক একরামুল হক জানান, আজিজুল ইসলাম গত পাঁচ থেকে সাত বছর ধরে নকল বিড়ি তৈরি করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আসছিলেন। 

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান অভিযানের কথা নিশ্চিত করে বলেন, “উদ্ধারকৃত নকল বিড়ি ও সরঞ্জাম থানায় জব্দ রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।”

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *