স্টাফ রিপোর্টার
নাটোরের বাগাতিপাড়ায় দুটি জীবিত তক্ষকসেনাবাহিনীর কর্মকর্তাদের ব্যবহৃত ১০টি সিল, ওয়াকিটকি, ক্যাপসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক দুজন হলেন উপজেলার বিলপাড়া এলাকার ইব্রাহীম হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৯) এবং নন্দীকুজা চিতলীপাড়া এলাকার আরিফুল ইসলামের ছেলে বিপ্লব সরদার (১৯)।রবিবার বিকালে বাগাতিপাড়া উপজেলা দয়ারামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় ওই বাড়ি থেকে নগদ ১ লাখ ৯৪ হাজার টাকা জব্দ করা হয়।
পুলিশ জানায়, , রবিবার বিকালে উপজেলার দয়ারামপুর ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় বাগাতিপাড়া মডেল থানা পুলিশ চেকপোস্ট ডিউটি করছিলেন। এসময় ওই রাস্তা দিয়ে দুই ব্যক্তি হেঁটে আসার সময় তাদের থামতে বলেন। কিন্তু তারা দৌড়ে পালিয়ে গিয়ে উপজেলার মিশ্রিপাড়া মহলপুকুর গ্রামের আহমেদ কাদের জাহাঙ্গীরের বসতবাড়িতে প্রবেশ করেন। পরে পুলিশ সদস্যরা তাদের সেখানে তল্লাশি চালিয়ে আনোয়ার হোসেনের হেফাজত হতে ১২ ও ১৩ ইঞ্চি মাপের দুটি ধূসর বর্ণের তক্ষক উদ্ধার করেন। পরে ওই বাসার বিভিন্ন স্থানে তল্লাশি করে একটি সেনাবাহিনীর ব্যবহৃত ফিল্ড ক্যাপ, একটি ওয়াকিটকি, বাংলাদেশ সেনাবাহিনীর আইডি কার্ড, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের ব্যবহৃত ১০টি সিল, একটি মোবাইল ফোনসেট, বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগপত্র এক পাতা এবং নগদ এক লাখ ৯৪ হাজার টাকা জব্দ করা হয়।
এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ওসি শফিউল আযম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় বাগাতিপাড়া মডেল থানায় মামলা হয়েছে।। আটক আনোয়ার হোসেন সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি করতেন। তবে বর্তমানে তিনি চাকরিচ্যুত অবস্থায় রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।