স্টাফ রিপোর্টার
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় একটি কাঠের কারখানায় চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে দেড় লাখ টাকার বেশি মূল্যের চুরি হওয়া মালামাল। এ ঘটনায় মালঞ্চি বাজারের সেইফ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের মালিক ওমর ফারুককে মূল হোতা হিসেবে সন্দেহ করছে স্থানীয়রা। এজাহার সূত্রে জানা যায়, বাগাতিপাড়া পৌরসভার উপজেলা চত্বরে অবস্থিত ‘নীলা ডোর’ নামের কাঠের কারখানায় গত ১ সেপ্টেম্বর রাতে চুরি হয়। চোরেরা কারখানার দরজা-জানালা তৈরির কাজে ব্যবহৃত নানা মেশিনসহ বেশ কিছু যন্ত্রপাতি চুরি করে নিয়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে ৩ সেপ্টেম্বর রাতে মালঞ্চি বাজারে সেইফ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের একটি কক্ষে চুরি হওয়া মালামালের অংশ পাওয়া যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে মালামাল উদ্ধার করে এবং চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, সেইফ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোঃ ওমর ফারুক (৪০), কারখানার কর্মচারী মোঃ উজ্জল মিয়া (২৬), চন্দন শর্মা আকাশ (১৯) ও গাড়িচালক মোঃ ইয়াকুব আলী (২৮)। স্থানীয় বাসিন্দা মমতাজ আলী সহ অনেকে অভিযোগ করে বলেন, ওমর ফারুক দীর্ঘদিন ধরে ডায়াগনস্টিক সেন্টারের আড়ালে নানা অপকর্ম করে আসছেন। চুরি, সুদের ব্যবসাসহ একাধিক অনিয়মের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে বলে তাদের দাবি। তাদের মতে, ‘সেইফ লাইফ’ নামে সাইনবোর্ড ব্যবহার করলেও প্রতিষ্ঠানটি নিয়ম মেনে পরিচালিত হয় না। সেন্টারটি বন্ধ করে দেওয়ারও দাবি জানান এলাকাবাসী। বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”