স্টাফ রিপোর্টার
নাটোরের বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সহ আওয়ামীলীগের ৩জন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। অপারেশন ডেভিল হান্ট ফেজ ২ এর অঅওতায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মালঞ্চি বাজার এলাকা থেকে উপজেলা আওয়ামলীগের সাবেক সাধারণ সম্পাদক কেকেন্দার রহমানকে গ্রেফতার করা হয়। অপরদিকে সোমবার সন্ধা ৭টার দিকে সাবেক ইউপি চেয়ারম্যান ও দয়ারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব ইসলাম মিঠু-কে দয়ারামপুর বাজারের মিঠুর নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। একই সময়ে তমালতলা বাজারে অভিযান চালিয়ে বাগাতিপাড়ায় উপজেলা যুবলীগের সহ-সভাপতি সোহেল রানাকে গ্রেফতার করে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। বাগাতিপাড়া মডেল থানা পুলিশের ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।
