স্টাফ রিপোর্টার
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় আমিনুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার লোকমানপুর এলাকার চিথলিয়া কৃষ্ণা কৃষি খামারের একটি আখ ক্ষেত থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আমিনুল রাজশাহীর বাঘা থানার খাগড়বাড়িয়া এলাকার ইসরাফিলের ছেলে। তিনিপেশায় একজন অটোরিকসা চালক ছিলেন। বাগাতিপাড়া থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
ওসি তদন্ত শফিকুল ইসলাম জানান, আমিনুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ী থেকে বের হয়ে আর বাড়ী ফিরে যাননি। পরে পরিবারের লোকজন অনেক খোঁজ করেও তার সন্ধান পাননি। এদিকে শুক্রবার সকালে উপজেলার লোকমানপুর এলাকার চিথলিয়া কৃষ্ণা কৃষি খামারের একটি আখ ক্ষেত থেকে নিহতের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে এই ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।
Post Views: 187