“বরেন্দ্র ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস” ভর্তির সুযোগ।

  • শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
বরেন্দ্র ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস

২০২২-২৩ইং শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে “বরেন্দ্র ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস” ভর্তির সুযোগ।

#বিভাগসমূহ:
>বিএসসি অনার্স ইন এগ্রিকালচার
>বিএসসি অনার্স ইন মাইক্রোবায়োলজি
>বিএসসি অনার্স ইন ফিসারিজ
>বিএসসি অনার্স ইন ফুড এন্ড নিউট্রিশনাল সায়েন্স

*ভর্তির যোগ্যতা: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ জিপিএ ৩.২৫ সহ সর্বমোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।
*সেকেন্ড টাইমাররাও ভর্তি হতে পারবে।
*অনলাইনে আবেদন করার শেষ সময়: ৩১শে আগস্ট ২০২৩ইং।

*রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, ভর্তি পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

*ভর্তি আবেদন ও বিস্তারিত জানতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ভিজিট করুন:
https://aca.ru.ac.bd

#খরচ_বিস্তারিতঃ
>ভর্তি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্ধারিত রেজিস্ট্রেশন ও ফরমপূরণ ফি ব্যতীত কোনো প্রকার মাসিক বেতন নেয়া হয়না।
>আর্থিকভাবে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা রয়েছে।

#হল_ফ্যাসিলিটিসঃ
>এখানে আছে মেয়েদের জন্য দুটি আবাসিক হল এবং ছেলেদের জন্য একটি।
>হলে আবাসন ব্যবস্থা সম্পুর্ন ফ্রি।

>বরেন্দ্র ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস থেকে অনার্স সম্পন্ন করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট প্রদান করা হয়। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশ-বিদেশের সরকারী/পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরাসরি মাস্টার্সে ভর্তি হওয়া যায়।

#ভর্তির_জন্য_যোগাযোগ:
বরেন্দ্র ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস
(রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত)
একডালা, নাটোর সদর, নাটর-৬৪০০
মোবাইল: 01713264094

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
COPYRIGHT 2023 sangbadshoily, ALL RIGHT RESERVED
Site Customized By NewsTech.Com