বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় স্বামীর পর স্ত্রীর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৪#সংবাদ শৈলীবড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় স্বামীর পর স্ত্রীর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৪#সংবাদ শৈলী#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

নাটোরের বড়াইগ্রামে বিয়ের দাওয়াতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর ১১ ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর মৃত্যু হয়। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় স্ত্রীর। একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই দম্পত্তির দুই ছেলে। তাদের মধ্যে বড় ছেলের অবস্থা এখনও আশঙ্কাজনক।এ দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ এবং আহত ২।
জানা যায়, গতকাল সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার বনপাড়া-কৃষ্টিয়া মহাসড়কের গুনাইহাটি এলাকায় একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশা সড়ক পার হওয়ার সময় চাপা দেয় দ্রুতগতির একটি বাস। এতে ঘটনাস্থলে মারা যান বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লার মৃত অফেসউদ্দিনের ছেলে আনছার আলী (৬০), লালপুরের ধলা গ্রামের নফেল ইসলামের ছেলে নয়ন ইসলাম (২৮) ও একই গ্রামের ইদু প্রামানিকের ছেলে অটোরিকশাচালক মুনছের প্রামানিক (৬৫)। গুরুতর আহত হন আনছারের স্ত্রী রাশিদা বেগম (৫৪), তার দুই ছেলে রানা (৩৬) ও রাসেল (২৬)।পরে রাতেই চিকিতসাধীন অবস্থায় মারা যান রাশিদা বেগম।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ জন যাত্রী নিয়ে অটোরিকশাচালক গুনাইহাটি মোড়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় রংপুর থেকে কুষ্টিয়াগামী কল্পনা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়।
বনপাড়া হাইওয়ে থানার এসআই মোরশেদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে।তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে থানায় মামলা রুজু করা হয়েছে।#

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *