স্টাফ রিপোর্টার
নাটোরের বড়াইগ্রামে রাজাপুর নামক স্থানে ট্রাক চাপায় আহত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রায়হান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। ১৯ জুলাই শনিবার সন্ধ্যার দিকে বড়াইগ্রাম উপজেলার রাজাপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর গ্রামের বাসিন্দা।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, শনিবার সন্ধ্যার দিকে এলাকাবাসীর বড়াইগ্রাম উপজেলার নাটোর পাবনা মহাসড়কের রাজাপুর নামক স্থানে ট্রাক চাপায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল সেখানে পৌঁছানোর পূর্বেই ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল আহত ব্যক্তিকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক আহত রায়হানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন আরো জানান,রায়হান রাজাপুরে কিভাবে পৌঁছালেন সে ব্যাপারে কিছুই জানা যায়নি। নিহতের ঘটনায় সড়ক আইনে মামলা দায়ের করা হয়েছে।