স্টাফ রিপোর্টার
বড়াইগ্রামে শখের বিড়াল ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু#সংবাদ শৈলী
নাটোরের বড়াইগ্রামে শখের বিড়াল ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুথি খাতুন (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার(২৮ ডিসেম্বর ) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার বনপাড়া বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুথি ওই এলাকার জহুরুল ইসলামের মেয়ে। বাবা-মায়ের ডিভোর্সজনিত কারণে শিশুটির লেখাপড়া বন্ধ ছিল বলে জানা গেছে।
নিহতের স্বজনরা জানান, বিকালে শিশুটি তার শখের বিড়াল নিয়ে খেলা করছিল। এ সময় বিড়ালটি দৌড়ে ছাদের সিড়ি ঘরের টিনের চালের উপর উঠে যায়। পরে বিড়ালটিকে নামাতে যুথি সেখানে উঠলে বিদ্যুতের মেইন লাইনের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।