বড়াইগ্রামে মোটরসাইকেল চাপায় ৮ বছর বয়সী শিশুর মৃত্যু#সংবাদ শৈলীবড়াইগ্রামে মোটরসাইকেল চাপায় ৮ বছর বয়সী শিশুর মৃত্যু#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

নাটোরের বড়াইগ্রামে মোটনসাইকেলের চাপায় ৮ বছর বয়সের এক ,াদরাসা ছাত্র সিহত হয়েছে। নিহত মাদরাসা ছাত্র মোস্তাকিন বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের গুনাইহাটি মহল্লার মুদী দোকানী এমদাদুল হক টিটুর ছেলে।
স্থানীয় ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসলাম হোসেন জানান, মুস্তাসিন স্থানীয় একটি মাদরাসায় পড়াশুনা করতো। শুক্রবার সকালে তার নিজ বাড়ির সামনেই সড়ক পার হওয়ার সময় তাকে একটি মোটরসাইকেল চাপা দিয়ে দ্রুত চলে যায়। আহত অবস্থায় মুস্তাসিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১টার দিকে তার মৃত্যু হয়। ঘাতক মোটরসাইকেলটি বা তার আরোহীর কোন সন্ধান মেলেনি। তবে খোঁজ নিয়ে জানতে পেরেছি মোটরসাইকেলটি পাবনার ঈশ^রদী এলাকার দিকে চলে গেছে।
বনপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সুমন চন্দ্র দাস জানান, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। তদুপরি ঘাতক মোটরসাইকেল ও আরোহীকে চিহ্নিত করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *