স্টাফ রিপোর্টার
নাটোরের বড়াইগ্রামে স্বামীর প্রতি অভিমান করে এক গৃহবধূ তার ৪ মাস বয়সী শিশু সন্তানকে বিষ পান করিয়ে নিজেও বিষ পান করেন। কিন্তু ঘটনায় ক্রমে শিশুটি মৃত্যু হলেও বেঁচে যান ওই গৃহবধূ। শিশুটির বাবা বাদি হয়ে স্ত্রী অঞ্জনা খাতুনকে (২৫) আসামী করে বড়াইগ্রাম থানায় হত্যা মামলা করলে গৃহবধূকে গ্রেপ্তার করে পুলিশ। শিশু মিলা খাতুন (৪ মাস) উপজেলার চান্দাই ইউনিয়নের সাতৈল গ্রামের আল আমিন ও অঞ্জনা খাতুন দম্পতির সন্তান। অঞ্জনা খাতুন পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আল আমিন বলেন, অঞ্জনা খাতুন রোববার আমাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য বলেন। কিন্তু সেদিন নির্বাচন হওয়ায় যানবাহন সংকটের কারনে নিয়ে যেতে পারি নাই। সোমবার হাসপাতালে নেওয়ার কথা বলে কাজে চলে যাই। এতে অঞ্জনা খাতুন ক্ষুব্ধ হয়ে শিশু মিলাকে বিষ পান করিয়ে নিজেও বিষ পান করেন। স্বজনরা বুঝতে পেরে তাদের প্রথমে স্থানীয় ক্লিনিকে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার দুপুর হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।
বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম খাঁন বলেন, শিশুটির বাবা বাদি হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন। পুলিশ গৃহবধূকে হেফাজতে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
সিংড়ায় রাতের আঁধারে এক’শ কলা গাছ কাটলো দুর্বৃত্তরা