নাটোরের বড়াইগ্রামে অভিযান চালিয়ে বাল্য বিয়ে বন্ধ এবং কনের বাবার ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় ম্যাজিস্ট্রেট আসার কথা শুনে পালিয়ে যান বরসহ বরযাত্রী সকলে।শুক্রবার বিকালে উপজেলার আটুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন মিঠু বলেন, শুক্রবার বিকেলে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির (১৩) এক শিক্ষার্থীর সঙ্গে পাশের উপজেলার আটুয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে শামিম হেসেনের (২১) বাল্যবিয়ে অনুষ্ঠান চলছিল। এসময় গোপন সংবাদে উপজেলা প্রশাসন বাল্যবিয়ে বিরোধী এক অভিযান পরিচালনা করেন। পরে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বিয়ে বাড়ি থেকে বরসহ বরযাত্রীরা পালিয়ে যায়।এসময় বাল্য বিয়ে বন্ধসহ কনের বাবার ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্য়ন্ত মেয়ের বিয়ে দিবেনা মুচালেকা দেন মেয়ের বাবা।