স্টাফ রিপোর্টার
নাটোরের বড়াইগ্রামে পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে জনি ইসলাম (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের পেছনের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত জনি উপজেলার ভরতপুর গ্রামের পল্লী চিকিৎসক আলতাফ হোসেনের ছেলে। সে ওই বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল।
নিহতের সহপাঠী ও স্বজনরা জানান, মঙ্গলবার জনির অর্ধ বার্ষিক পরীক্ষার শেষ দিন ছিল। পরীক্ষা শেষে স্কুল ড্রেস পড়েই সে আরো দুই বন্ধুর সঙ্গে বিদ্যালয়ের পেছনে বিলের মধ্যে একটি পুকুরে গোসল করতে যায়। কিন্তু জনি সাঁতার না জানায় পুকুরে নেমে গোসলের এক পর্যায়ে পানির নীচে তলিয়ে যায়। পরে বন্ধুদের চিৎকারে স্থানীয় এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।