শিরোনাম

বড়াইগ্রামে নির্যাতিত আলীগ কর্মীর বাড়িতে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী

  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

 

স্টাফ রিপোর্টার
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,নির্বাচন কমিশন একটা স্বাধীন ও সাংবিধানিক সংস্থা। তাদের নিজস্ব ক্ষমতা রয়েছে। নির্বাহী বিভাগ যদি তাদের অন্যায় আদেশ করেন তা না শোনার অধিকার তাদের আছে। কিন্তু শেখ হাসিনা বেছে বেছে এমন লোক দিয়ে নির্বাচন কমিশন করতেন তারা শেখ হাসিনার কৃতদাস হয়ে কাজ করতো। এদের কাছে অবাধ সুষ্ট নির্বাচনের কোন মুল্যই ছিলোনা। ভোটারদের কোন দামই ছিলোনা। বর্তমান নির্বাচন কমিশনের কাছে মানুষের প্রত্যাশা ভোটারা নির্বিঘ্নে ভোট দিতে যাবে এবং ভোটের পরিবেশ থাকবে শান্তিপুর্ন। যেটার জন্য জনগন সবসময় সমর্থন দিয়েছে । তিনি আরো বলেন,জুলাই আগষ্টের ছাত্র জনতার যে আন্দোলন সেখানেও ছিল গণতন্ত্রের আন্দোলন, সেখানেও ছিল ফ্যাসিবাদকে পতনের আন্দোলন। ফ্যাসিবাদ পতনে গণতান্ত্রিক হচ্ছে ব্যাক্তি,দল বা বিশেষ কোন গোষ্টির নয়। এখানে একটা প্রকৃত গণতন্ত্র যে গণতন্ত্রে একজন ব্যাক্তি তার নিজের স্বাধীন ইচ্ছায় তার পছন্দমত প্রার্থীকে ভোট দিতে পারবে সেটাই গণতন্ত্রের প্রকৃত নমানা। রবিবার দুপুরে তিনি নাটোরে প্রকাশ্যে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে পুলিশে দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিরা বিএনপির নেতা-কর্মী হলেও দ্রুত তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে ভুক্তভোগী ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানোর ঘটনাকে বেআইনি বলে আখ্যায়িত করেছেন তিনি।

আজ রোববার দুপুরে ভুক্তভোগী ব্যবসায়ী উজ্জ্বল কুমার মন্ডল ও তাঁর পরিবার এবং বড়াইগ্রাম
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে দেখা করার পর নাটোরে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ
সম্মেলন করে রুহুল কবির রিজভী দলীয় সিদ্ধান্তের কথা তুলে ধরেন। নাটোরের আলাইপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এর আগে তিনি নাটোরের বড়াইগ্রামে বিএনপি নেতা কর্মিদের হামলায় আহত আওয়ামী লীগ কর্মি উজ্জ্বল কুমার মন্ডলের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দেন ।
রুহুল কবির রিজভী বলেন, বড়াইগ্রামের বনপাড়ার উজ্জ্বল কুমার মন্ডলকে মারধরের ঘটনাটি ভাইরাল (ফেসবুকে ছড়িয়ে পড়া) হওয়ার বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এসেছে। ঘটনাটি সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নিতে তাঁকে নির্দেশনা দেওয়ার পর তিনি নাটোরে এসেছেন। প্রথমে তিনি ভুক্তভোগী ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করে ঘটনার খোঁজখবর নেন। পরে বড়াইগ্রাম থানায় গিয়ে ওসির সঙ্গে কথা বলেন। এ সময় তিনি পুলিশকে অবিলম্বে ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

রিজভী আরও বলেন, অভিযুক্ত ব্যক্তিরা বিএনপির কেউ হলেও তাঁকে ছাড় দেওয়া হবে না। এমনকি
তিনি ঢাকায় পৌঁছানোর আগেই যেন এ ব্যবস্থা নেওয়া হয়। তিনি বলেন, ভুক্তভোগী যুবক বিগত
ফ্যাসিস্ট সরকারের সময় তাদের দলের কর্মী ছিলেন। তাঁর বিরুদ্ধে অপরাধ সংঘটনের কোনো
অভিযোগ থাকলে সে ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু তাঁকে জোর করে বাড়ি থেকে
তুলে নিয়ে পেটানো ঠিক হয়নি। বিএনপি এমন নীতিতে বিশ্বাস করে না। বিএনপি সব সময়
মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে। কেউ আইন হাতে তুলে নিলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে সাত থেকে আট শ নেতা-কর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধারা
অব্যাহত থাকবে।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রিজভী বলেন, ঘটনার পর ভুক্তভোগীর বিরুদ্ধে উল্টো
মামলা দিয়ে আদালতে পাঠানোর বিষয়টি তিনি জানতেন না। যদি পুলিশ এ ধরনের কোনো কর্মকান্ড
করে থাকে, তাহলে সেটি বেআইনি হয়েছে।

রিজভী বলেন, বিএনপি নেতা-কর্মীদের যেকোনো পরিস্থিতি মোকাবিলার সৎ সাহস রয়েছে। কারণ,
আমরা কোনো অন্যায় করিনি। তাই আমাদের নেত্রীকে পালাতে হয়নি। অথচ আওয়ামী লীগ এটা
বিশ্বাস করত না। তারা নিজেরা অসৎ ছিল। তারা ফ্যাসিবাদে জড়িয়ে পড়েছিল। তাই তাদের নেত্রীকে দেশ ছেড়ে পালাতে হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ অর্থ বিষয়ক সম্পাদক মামুন আহমেদ সুমন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন , জেলা বিএনপির সদস্য রুহুল আমীন তালুকদার টগর সহ দলীয় নেতা কর্মিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
COPYRIGHT 2023 sangbadshoily, ALL RIGHT RESERVED
Site Customized By NewsTech.Com