স্টাফ রিপোর্টার
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন আনারস প্রতিকের প্রার্থী মোয়াজ্জেম হোসেন বাবলু।
বুধবার(২৯মে) রাতে বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। মোয়াজ্জেম হোসেন বাবলু আনারস প্রতীক নিয়ে ৪০হাজার ২৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনিছুর রহমান (দোয়াত কলম )প্রতিক নিয়ে নিয়ে ২৪ হাজার ৬৩৬ ভোট পেয়েছেন।
এর আগে, ১০০টি ভোটকেন্দ্রে ব্যালেট পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর গননা শেষে একে একে কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।
বড়াইগ্রাম উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ১০০টি ভোটকেন্দ্রে ৬৬২ ভোটকক্ষ রয়েছে। মোট ভোটার ২ লাখ ৪৪ হাজার ৬৩৮ জন ভোটার রয়েছে। যার মধ্য পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ২২ হাজার ৯০ জন এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৫৪৮ জন। এ উপজেলায় তিন পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন