নাটোরের বড়াইগ্রামে চলমান একটি চক্ষু শিবিরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই ভুয়া চক্ষু ডাক্তারকে আটক করেছে। এ সময় আদালত জাল সার্টিফিকেট ব্যবহার করে চক্ষু শিবির পরিচালনা করায় শাহিন আলম (৩৪) ও স্বপ্না খাতুন (৩০) নামে ২ ভুয়া চক্ষু ডাক্তারকে জেল ও জরিমানার আদেশ প্রদানে করে।
মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীরামপুর গ্রামের জিল্লুর রহমান তোতার বাড়িতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবস্থিত চোখের আলো চক্ষু হাসপাতালের নামে ফ্রি চক্ষু শিবির চলাকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতে শাহিন আলম ও স্বপ্না খাতুনকে তাদের পেশাগত সার্টিফিকেট দেখাতে বললে তারা কম্পিউটার থেকে তৈরীকৃত সার্টিফিকেট দেখালে তা জাল প্রমানিত হয়। পরে আদালত মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী শাহিন আলমকে ২০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং স্বপ্না খাতুনকে ৫ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন কুমার দত্ত উপস্থিত ছিলেন।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, বিকেলে আটককৃত দুই ভুয়া ডাক্তারকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।