স্টাফ রিপোর্টার
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের কালিকাপুর এলাকার অতুল রোজারিও’র ৪ বছর বয়সী ফুটফুটে মেয়ে অনিলা রোজারিও আর বেঁচে নেই। ডেঙ্গু জ্বরে মারা গেলো সে। বুধবার দিবাগত রাত ১১টার দিকে ঢাকা শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এক সপ্তাহ আগে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।
শিশুটির বাবা অতুল রোজারিও জানান, চাকুরীর কারণে ঢাকার ফার্মগেট এলাকায় ভাড়া বাসায় থাকতো তারা। ওখানেই হঠাৎ জ¦রে আক্রান্ত হয় অনিলা। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অনেক চেষ্টা করেও বাঁচানো গেলো না তাকে।