প্রতীক বরাদ্দ বরাদ্দ না পেতেই  নির্দিষ্ট প্রতীকে  স্বতন্ত্র প্রার্থীর গণ সংযোগ #ছবি সংগৃহীত #০
প্রতীক বরাদ্দ বরাদ্দ না পেতেই  নির্দিষ্ট প্রতীকে স্বতন্ত্র প্রার্থীর গণ সংযোগ # ছবি সংগৃহিত #

স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাটোর -১([লালপুর -বাগাতিপাড়া ]আসনে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ না হলেও একণস প্রদিকে  ভোট চাওয়ার অভিযোগ উঠেছে  স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর বিরুদ্ধে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে টিপুর এক সমর্থকের ফেসবুক আইডি থেকে একটি ভিডিও আপলোড করা হলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তৈরি হয় আলোচনা-সমালোচনার।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লালপুর উপজেলার গোপালপুর বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগে অংশ নেন স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু।
এ সময় তার পেছনে থাকা সমর্থকরা মাথায় কলস নিয়ে ‘কলস’ প্রতীকে ভোট চেয়ে স্লোগান দিতে থাকেন।

তবে নির্বাচন আচরণবিধি অনুযায়ী, প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়া সরাসরি আচরণবিধি লঙ্ঘনের শামিল।

এ বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপু সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি সমর্থকদের ভুলবশত হয়ে গেছে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতীক বরাদ্দ পাইনি।

এ বিষয়ে জানতে চাইলে নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন বলেন, ‘ঘটনাটি আমাদের নজরে এসেছে। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *