প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন লালপুরের সাবরেজিষ্টার

  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
লালপুরে দেড় কোটি টাকাা দামের গাড়ীতে চলা সেই সাবরেজিষ্টারের অফিস ঘেরাও করলো শিক্ষার্থীরা#সংবাদ শৈলী

গত গত ৮-৯-২০২৪ ইং তারিখে রোজ রবিবার সময় আনুমানিক সকাল সাড়ে এগারোটার সময় কতিপয় লোকজন যথাক্রমে1 মোঃ সজিবুল ইসলাম হৃদয় পিতা শহিদুল ইসলাম সাং বাওড়া নর্থ বেঙ্গল সুগার মিলের পাশে ডাকঘর গোপালপুর থানা লালপুর জেলা নাটোর ২ ।মোহাম্মদ সুমন আলী এটা নাজিম উদ্দিন সাংগোপালপুর বাজার মাস্টারপাড়া ডাকঘর গোপালপুর থানা লালপুর ৩ ।মোহাম্মদ সাইফুল ইসলাম পিতা গোপালপুর ঠাকুরবাড়ি মন্দিরের পাশে ডাকঘর গোপালপুর থানা লালপুর জেলা নাটোর এবং আরো ৩০/৪০ জন সহ স্থানীয় গোপালপুর ঠাকুরবাড়ি উচ্চ বিদ্যালয় এর বেশ কিছু ছাত্র যাদের বয়স আনুমানিক ১১ থেকে ১৫ বছরের মধ্যে তাদের কয়েকজনকে নিয়ে সঙ্ঘবদ্ধভাবে অফিসে প্রবেশ করে এখতিয়ার বহির্ভূত হবে সাব রেজিস্টার কে জিম্মি করে তার সম্মানহানি কর কথা বলতে থাকে এবং সকল সরকারি কাজ বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে। সরকারি অফিসে ভীতিকর পরিবেশ তৈরি করে বেআইনিভাবে আমাকে পরের দিন থেকে অফিসে আসতে নিষেধ করেন যা ফেসবুক ভিত্তিক অনলাইন ভেরিফাইড ফেসবুক পেজ লালপুর লাইভ এ প্রচারিত হয়েছে এবং পরবর্তীতে ফেসবুক ভিত্তিক অনলাইন সংবাদ মাধ্যম সংবাদ শৈলী ডিবিসি নিউজ ডেইলিতে প্রচারিত হয়েছে এবং তা অফিসের সিসিটিভি ফুটেজে সংরক্ষিত রয়েছে ।আমার বিরুদ্ধে দলিল লেখক সমিতির মাধ্যমে প্রতি দলিলে দুই থেকে আড়াই হাজার টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট ।আমি মোঃ মাসুদ রানা নাটোর ২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের আস্থাভাজন বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট । আমি মোঃ মাসুদ রানা নাটোর দুই আসনের সাবেক সংসদ সদস্য এ শফিকুল ইসলাম শিমুলের সাথে কোন সময় দেখা করি নাই এমন কি কখনো কোনদিন কথা হয় নাই ।আমি তিন বছর ধরে সরকারি চাকরি করি এটাও ঠিক নয় ।এই চাকরিতে যোগদানের পূর্বে আমি 2019 সাল থেকে বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম ।চাকরিতে প্রবেশ করে রাজশাহীতে ফ্ল্যাট ও বিলাসবহুল বাড়ি কিনেছি কথাগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমার নামে রাজশাহীতে কোন বাড়ি বা ফ্লাট নাই ।আমি লালপুর সাবরেজিস্ট্রি অফিসে কোন সন্ত্রাস সিন্ডিকেট গঠন করি নাই এবং দুর্নীতিমূলক কোনো কর্মকান্ডের সাথে জড়িত নাই ।আমি মাঝেমধ্যে যে গাড়িটি ব্যবহার করি তার দাম ২৮ লক্ষ ৫০ হাজার টাকা মাত্র যাহা আমার শ্বশুর নিজে ক্রয় করেছেন । আমার যাতায়াতের অসুবিধা দেখে তিনি আমাকে গাড়িটি মাঝে মধ্যে ব্যবহার করতে দেয় ।আমি হলপ করে বলছি বর্তমানে আমার নামে বাংলাদেশের ভূখণ্ডে কোন বাড়ি বা গাড়ি নেই আমার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে লিখিত অভিযোগ না করে বেআইনিভাবে আমাকে সমাজে সম্পূর্ণ  হেয় প্রতিপন্ন ও সম্মান নষ্ট করার জন্য এবং এই অফিস থেকে কোনরূপ অনৈতিক সুযোগ-সুবিধা না পেয়ে একটি স্বার্থন্বেষী মহল খুব এর বশবর্তী হয়ে ছাত্র সমন্বয়কের নাম করে কর্মকাণ্ড করেছে ।আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
COPYRIGHT 2023 sangbadshoily, ALL RIGHT RESERVED
Site Customized By NewsTech.Com